ভেঙে যাচ্ছে সেঙ্গেল ব্যান্ড
সেঙ্গেল ব্যান্ড, যাদের সুরে ভাসত সাঁওতাল ঐতিহ্যবাহী গান। ২০১১ সাল, মানে আজ থেকে প্রায় ১০ বছর আগে যাত্রা শুরু করে এই গানের দল। এক সময় এই ব্যান্ড স্বপ্ন দেখত সাঁওতালদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গানগুলোকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার।