নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তাঁর চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ জানিয়েছেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবি, এমপি ও তাঁর চাচা মিলে তাঁদের পূর্বপুরুষদের জমি দখল করে সেখানে বিনোদনের স্থান ও বিলাসবহুল বসতবাড়ি নির্মাণ করেছেন। জমি ফেরত চাওয়ায় তাঁদের ওপর জীবননাশের হুমকি আসছে উল্লেখ করে জীবনের নিরাপত্তা ও তাদের জমি ফেরত চান ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি ও তাঁর চাচার হাত থেকে সাঁওতালদের জমি, বসতবাড়ি, জীবন ও সম্মান রক্ষার দাবি জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরি নামে গড়ে ওঠা বিশাল এবং আধুনিক বিনোদনকেন্দ্রটি তাঁদের পূর্বপুরুষদের জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে। এই পার্কে আছে বিলাসবহুল হোটেল, মোটেল, লেক ও নানা ধরনের রাইড। প্রায় ৩০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিনোদনকেন্দ্রে সাঁওতাল ও মাহালি সম্প্রদায়ের তিনটি কবরস্থান আছে। একটি কবরস্থানের ওপর এমপি শিবলীর বিলাসবহুল বাড়ি নির্মিত হয়েছে।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী বিশুরাম মরমু বলেন, ‘বাইরে থেকে দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই বিনোদনকেন্দ্র। কিন্তু স্বপ্নপুরি যে শত শত সাঁওতালের জীবনের স্বপ্ন ও আশা-আকাংখ্যা কেড়ে নিয়েছে, তা কেউ জানে না। কবরস্থানের ওপরে গড়ে ওঠা বিলাসবহুল বাড়িটি প্রতিনিয়ত সাঁওতাল সম্প্রদায়কে কষ্টের অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে ৷ আমরা সাঁওতাল ও মাহালি জনগোষ্ঠীর মানুষ এই ভূখণ্ডের সব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী স্বাধীনতা আন্দোলন, কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলনসহ সমস্ত আন্দোলনে সাঁওতালরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আশা ছিল স্বাধীন দেশে আমরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচার পরিবেশ পাব। কিন্তু আমাদের জীবন, সম্মান ও সম্পদের ওপর আক্রমণ তো কমছেই না, বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়েই চলেছে। আপনারা জানেন, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস ছিল। বিভিন্নভাবে সেখান থেকে তারা উচ্ছেদ হচ্ছে, জমি হারাচ্ছে এমনকি জমি রক্ষা করতে গিয়ে জীবনও হারাচ্ছে।’
উপস্থিত ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সাঁওতালদের পূর্বপুরুষের জমিজমা কেড়ে নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত এমপি শিবলী সাদিক ও তাঁর আপন চাচা দেলোয়ার হোসেন একজন কুখ্যাত ভূমিদস্যু এবং সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা। তাঁরা দুজন মিলে বিশাল এক বাহিনী লালন-পালন করেন। এদের দিয়ে এহেন কোনো অপরাধ নাই, যা তাঁরা করান না। সাঁওতালদের জমিই শুধু তাঁরা দখল করেন নাই, বন বিভাগের বিপুল পরিমাণ জমিও তাঁরা আত্মসাৎ করেছে বলে উল্লেখ করা হয়েছে লিখিত বক্তব্যে।
ভুক্তভোগী গণেশ হেমব্রম বলেন, ‘আমার জমির ওপরে ওরা ময়লা ফেলে। আমার বাপ-দাদার কেউই তার কাছে জমি বিক্রি করে নাই। তাও তারা একই কথা বারবার বলে। এক জমি আমরা কয়বার বিক্রি করছি তাহলে? গ্রামের মানুষ ভয়ে কথা বলে না। আমার বাপ-দাদার জমি আমি ফেরত চাইছি।’
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তাঁর চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ জানিয়েছেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবি, এমপি ও তাঁর চাচা মিলে তাঁদের পূর্বপুরুষদের জমি দখল করে সেখানে বিনোদনের স্থান ও বিলাসবহুল বসতবাড়ি নির্মাণ করেছেন। জমি ফেরত চাওয়ায় তাঁদের ওপর জীবননাশের হুমকি আসছে উল্লেখ করে জীবনের নিরাপত্তা ও তাদের জমি ফেরত চান ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি ও তাঁর চাচার হাত থেকে সাঁওতালদের জমি, বসতবাড়ি, জীবন ও সম্মান রক্ষার দাবি জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরি নামে গড়ে ওঠা বিশাল এবং আধুনিক বিনোদনকেন্দ্রটি তাঁদের পূর্বপুরুষদের জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে। এই পার্কে আছে বিলাসবহুল হোটেল, মোটেল, লেক ও নানা ধরনের রাইড। প্রায় ৩০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিনোদনকেন্দ্রে সাঁওতাল ও মাহালি সম্প্রদায়ের তিনটি কবরস্থান আছে। একটি কবরস্থানের ওপর এমপি শিবলীর বিলাসবহুল বাড়ি নির্মিত হয়েছে।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী বিশুরাম মরমু বলেন, ‘বাইরে থেকে দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই বিনোদনকেন্দ্র। কিন্তু স্বপ্নপুরি যে শত শত সাঁওতালের জীবনের স্বপ্ন ও আশা-আকাংখ্যা কেড়ে নিয়েছে, তা কেউ জানে না। কবরস্থানের ওপরে গড়ে ওঠা বিলাসবহুল বাড়িটি প্রতিনিয়ত সাঁওতাল সম্প্রদায়কে কষ্টের অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে ৷ আমরা সাঁওতাল ও মাহালি জনগোষ্ঠীর মানুষ এই ভূখণ্ডের সব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী স্বাধীনতা আন্দোলন, কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলনসহ সমস্ত আন্দোলনে সাঁওতালরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আশা ছিল স্বাধীন দেশে আমরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচার পরিবেশ পাব। কিন্তু আমাদের জীবন, সম্মান ও সম্পদের ওপর আক্রমণ তো কমছেই না, বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়েই চলেছে। আপনারা জানেন, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস ছিল। বিভিন্নভাবে সেখান থেকে তারা উচ্ছেদ হচ্ছে, জমি হারাচ্ছে এমনকি জমি রক্ষা করতে গিয়ে জীবনও হারাচ্ছে।’
উপস্থিত ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সাঁওতালদের পূর্বপুরুষের জমিজমা কেড়ে নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত এমপি শিবলী সাদিক ও তাঁর আপন চাচা দেলোয়ার হোসেন একজন কুখ্যাত ভূমিদস্যু এবং সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা। তাঁরা দুজন মিলে বিশাল এক বাহিনী লালন-পালন করেন। এদের দিয়ে এহেন কোনো অপরাধ নাই, যা তাঁরা করান না। সাঁওতালদের জমিই শুধু তাঁরা দখল করেন নাই, বন বিভাগের বিপুল পরিমাণ জমিও তাঁরা আত্মসাৎ করেছে বলে উল্লেখ করা হয়েছে লিখিত বক্তব্যে।
ভুক্তভোগী গণেশ হেমব্রম বলেন, ‘আমার জমির ওপরে ওরা ময়লা ফেলে। আমার বাপ-দাদার কেউই তার কাছে জমি বিক্রি করে নাই। তাও তারা একই কথা বারবার বলে। এক জমি আমরা কয়বার বিক্রি করছি তাহলে? গ্রামের মানুষ ভয়ে কথা বলে না। আমার বাপ-দাদার জমি আমি ফেরত চাইছি।’
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
৫ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগে