স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা ভাঙচুর
জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর গত বৃহস্পতিবার রাতে এ হামলা ঘটনা ঘটে। পুলিশ বলছে, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।