বন্দর, করিডর ও ইশরাক নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার
অভূতপূর্ব সুবিধায় থাকা অন্তর্বর্তী সরকার সম্ভবত প্রথমবারের মতো কিছুটা ঝামেলায় পড়তে যাচ্ছে। তবে এ ঝামেলাটা অন্য কেউ তৈরি করেনি, অতি আত্মবিশ্বাসের কারণে সরকার নিজেই সৃষ্টি করেছে।
একটু ডিটেইলে যাই। আগে সুবিধার থাকার বিষয়টা বলি। সেই বঙ্গবন্ধুর সরকার থেকে শুরু করে, এত বছরে যখনই যে সরকার দায়িত্বে বসেছে,