শর্ষের ভেতর ভূত! তাড়াবে কে?
৪ অক্টোবর আজকের পত্রিকার একটি শিরোনাম দেখে বেশ আগ্রহ নিয়েই সংবাদটি পড়লাম। শিরোনামটি ছিল, ‘সরকারি চাকরিজীবী: সম্পদের হিসাব দেননি একজনও’। খবরটি চমকপ্রদ হলেও গুরুত্বপূর্ণ। ‘চমকপ্রদ’ এ কারণে যে, সরকারি চাকরিজীবী হয়েও সরকারি কোনো নির্দেশ গণহারে অমান্য করার ঘটনা সম্ভবত এই প্রথম দেখল দেশবাসী। আমরা এত দিন ক