ঘুষ যখন পারিশ্রমিক
কোনো সরকারি কর্মকর্তা যদি ঘুষকে পারিশ্রমিক বলে মনে করেন, তাহলে তাঁকে কি দোষ দেওয়া যায়? তিনি তো পারিশ্রমিক বলে মনে করছেন, ঘুষ বা উপরি বলে মানছেন না। এ রকম ‘সৎ’ ঘুষখোর কি সহজে মেলে? যাঁরা ঘুষ খান, তাঁরা তো খান গোপনে, কেউ যেন জানতেও না পারে। ডান হাতে ঘুষ খান, বাঁ হাতও যেন জানতে না পারে—এটাই থাকে তাঁদের