চট্টগ্রামে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার না হলে থানা ঘেরাওয়ের হুমকি
গত ১৬ দিনে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানা বিএনপি নেতা-কর্মীদের নামে পাঁচটি গায়েবি মামলা দায়ের করেছে সরকারি দল। এসব মামলা সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহার না করলে প্রয়োজনে থানা ঘেরাওর মতো কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।