প্রেম ফিরে চেয়ে আর গাইবেন না শাফিন
‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’, ‘চাঁদ-তারা-সূর্যের’ মতো জনপ্রিয় সব গান সরাসরি আর শোনা যাবে না শাফিন আহমেদের কণ্ঠে। তাঁর কণ্ঠে আর শোনা যাবে না ‘নীলা’, ‘প্রথম প্রেমের মতো’, ‘পিয়াসী মন’, ‘পাথুরে নদী জলে’ ‘আজ জন্মদিন তোমার’। গতকাল বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেলেন ব্য