Ajker Patrika

গানের প্রচারণায় কেটি পেরির ৫০০ ফুটের অদ্ভুত পোশাক

গানের প্রচারণায় কেটি পেরির ৫০০ ফুটের অদ্ভুত পোশাক

মুক্তি পেতে যাচ্ছে মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরির নতুন গান ‘উইমেন্স ওয়ার্ল্ড’। আর এর প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি লাল রঙা ওয়ান শোল্ডার মিডি ড্রেসে উপস্থিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানেই তাঁর পোশাক তাক লাগাল অনুরাগীদের। কেটির এই পোশাকের সঙ্গে ছিল ৫০০ ফুটের একটি লম্বা অংশ। লাক্সারি ব্র্যান্ড বেলেনসিয়াগার এই সুইপিং ট্রেনে লেখা ছিল গায়িকার নতুন গানের লিরিক।

এই পোশাক পরা কেটি পেরির একটি ভিডিও হয়েছে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চোখ ধাঁধানো লাল পোশাক পরে একটি লিমোজিন গাড়ি থেকে বেরিয়ে আসছেন পেরি। গায়িকা তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাঁর পোশাকে ৫০০ ফুটের একটা লম্বা অংশ ছিল। যাতে তাঁর মুক্তি পেতে যাওয়া গানের কথা ছিল।

২০২০-র পর আবার কেটির নতুন গান মুক্তি পেতে চলেছে। অনুরাগীদের মধ্যে এই নিয়ে উচ্ছ্বাস ছিল। গায়িকার অভিনব পোশাক গানটি নিয়ে চর্চা বাড়িয়ে দিল।

নেটিজেনরা অবশ্য কেটির এই পোশাক দেখে খুশি। একজন লিখেছেন, ‘কেটি পেরি জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। তাঁর পোশাক এই গানটি নিয়ে উৎসাহ বাড়িয়ে দিল সাধারণ মানুষের মধ্যে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত