ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।
ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
৬ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
৬ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৯ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
২১ ঘণ্টা আগে