কি ঠ্যাকা পড়েছে আমাদের গণতন্ত্র চর্চা করতে হবে: শামীম ওসমান
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। কেন আপনি তাদের চায়ের দাওয়াত দেন? কারা তারা, যাদের বলেন আমার অফিসে চায়ের দাওয়াত দিলাম। যারা আপনাকে হত্যাচেষ্টা করেছিল তাদের চায়ের দাওয়াত দিতে পারেন না। কি ঠ্যাকা পড়েছে আপনার আর আমাদের যে ওদের সাথে গণতন্ত্র চর্চা করতে হবে? যারা মানুষকে মেরে ফেলবে।