‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম
সর্বশেষ ‘প্রিয়’ শিরোনামে অনবদ্য গানটির পর প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতি। মৌলিক গান নিয়ে এই ফাঁকে দেখা মেলেনি তাঁর। তবে আবার ফিরেছেন আপন প্রাণের জগতে। নিজেকে আরও শাণিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন সংগীত শিল্পী ও সাংবাদিক রেজা করিম। এ বার নিজের লেখা, সুর, কণ্ঠে গাওয়া তাঁর গান আসছে ‘বাউলা বাতাসে’।