ফেরি বন্ধে ব্যবসাপাতি লাটে
ঘাট জনমানবশূন্য। পরিত্যক্ত অবস্থার মতো পড়ে আছে ফেরির পন্টুন। ঘাটের খাবার হোটেল, চায়ের দোকানগুলো বন্ধ। দু’একটি দোকান খোলা থাকলেও ক্রেতা নেই। অনেকেই আবার সরিয়ে নিয়েছেন ব্যবসা-প্রতিষ্ঠান। অনেকে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। পাশের লঞ্চঘাটেও তাঁদের জায়গা হচ্ছে না।