Ajker Patrika

বাংলাবাজার থেকে শিমুলিয়া লঞ্চ চলাচল অব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ৫২
বাংলাবাজার থেকে শিমুলিয়া লঞ্চ চলাচল অব্যাহত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ধর্মঘটের মধ্যেও বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে গত শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে স্পিডবোটও চলছে। তবে ধর্মঘটের কারণে ঘাট থেকে দূরপাল্লার সব পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটে চলেছেন। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক পরিদর্শক গতকাল রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য জানান।

বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, দাম বৃদ্ধিতে নৌরুটে চলাচলরত লঞ্চে যাত্রী ভাড়ার তুলনায় জ্বালানি খরচের মূল্য বেড়ে গেছে। ফলে লঞ্চ মালিকদের বেশ সমস্যা হচ্ছে। অনেক সময় কোনো কোনো ট্রিপে শুধুমাত্র খরচ উঠে আসছে। তবে রোববার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রয়েছে। যেহেতু বৈঠকের বিষয়টি আগে জানানো হয়েছে, তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়নি। বৈঠকে পজিটিভ কিছু হলে নৌ চলাচল স্বাভাবিকই থাকবে।

বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘রোববার আমাদের একটা সভা রয়েছে। এই সভা শেষে বিকেলে সিদ্ধান্ত জানানো যাবে। এ কারণে আমরা আগে থেকেই লঞ্চ চলাচল বন্ধ করিনি। আমাদের রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।’

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘এখানে কোনো ধর্মঘট নেই। লঞ্চ চলাচল এখনো স্বাভাবিক আছে। পাশাপাশি স্পিডবোটও চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...