বগুড়ায় খেতের মাটি বিক্রির ধুম, যাচ্ছে ইটভাটায়
বগুড়ায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির ধুম পড়েছে। কৃষকেরা খেতের উপরিভাগের এক ফুট মাটি (টপ সয়েল) বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীদের কাছে। সেই মাটি হাত বদল হয়ে চলে যাচ্ছে ইটভাটায়। মাটি গবেষকেরা বলছেন, কৃষক নগদ টাকার আশায় নিজের সর্বনাশ নিজেই করছেন। টপ সয়েল তুলে ফেলায় জমির যে ক্ষতি হচ্ছে, তা পূরণ হতে সময় লা