মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: এক বছরেই দেড় শ কোটি টাকার অনিয়ম
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ব্যয়ে এক অর্থবছরেই প্রায় দেড় শ কোটি টাকার অনিয়ম হয়েছে। এর মধ্যে স্কুল-কলেজের ভবন নির্মাণেই অনিয়ম প্রায় ৯০ কোটি টাকা, যা ঠিকাদারদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।