টানা আন্দোলনে অচলাবস্থা কারমাইকেল কলেজ
শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক সংকটে জর্জরিত রংপুরের কারমাইকেল কলেজে চলছে টানা আন্দোলন। শিক্ষার্থীদের ৩৭ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ হয়ে গেছে ক্লাস, পরীক্ষা ও ভর্তি কার্যক্রম। শতবর্ষ পার করেও উন্নয়নের ছোঁয়া না পাওয়া এই কলেজ এখন রূপ নিয়েছে অবহেলা, বঞ্চনা আর অচলাবস্থার প্রতীকে।