বলিউডের আলোচিত যত ঘটনা
দিন যায় দিন আসে, বছর ঘুরে আবারও এক নতুন বছর উঁকি দেয় কালের নিয়মে। ঘটনারা ভিড় করে বছরজুড়ে। বলিউডে এই এক বছরে কত-কী না ঘটল। সবকিছু ছাপিয়ে সারা বছর আলোচনায় ছিল শাহরুখ খানপুত্র আরিয়ানের গ্রেপ্তার। তা ছাড়া কারও ঘর ভাঙল, কেউ করলেন বিয়ে। এমন কত ঘটনাই-না ঘটেছে।