২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ফ্যামিলি ড্রামা ‘কাভি খুশি কাভি গাম’। আজ এ ছবির বয়স ২০ বছর পূর্ণ হলো। এত বছর পরও ‘কাভি খুশি কাভি গাম’ সমান জনপ্রিয়।
ছবির প্রযোজক যশ জোহর। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, কাজল ও কারিনা কাপুর খান। অতিথি চরিত্রে ছিলেন রানী মুখার্জি। ছবির ট্যাগ লাইন ছিল ‘ইটস অল অ্যাবাউট লাভিং পেরেন্টস’, বাবা-মাকে ভালোবাসা নিয়েই ছিল ছবির গল্প।
কাভি খুশি কাভি গাম ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে থাকছে ছবিটি নিয়ে জানা-অজানা কিছু তথ্য:
ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান। শাহরুখ খানের বড় ছেলের নামও আরিয়ান। যদিও এখনো বলিউডে অভিষেক ঘটেনি আরিয়ান খানের।
কাভি খুশি কাভি গাম ছবিতে প্রথমে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে ওয়াহিদা রহমানের অভিনয় করার কথা ছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার কারণে ওয়াহিদা কিছুদিন শুটিং করার পর ছবিটি ছেড়ে দেন। এরপর তাঁর জায়গায় নেওয়া হয় অচলা সাঁচদেবকে।
ছবিতে কারিনা কাপুরের কলেজের সহপাঠী রবির চরিত্রে অভিনয়ের জন্য জন আব্রাহামকে প্রস্তাব দেওয়া হয়েছিল। জন ওই প্রস্তাবে রাজি হননি। এরপর নেওয়া হয় বিকাশ শেঠিকে।
কাভি খুশি কাভি গাম ছবিতে একটি অতিথি চরিত্রে কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের দৃশ্যগুলো পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়। অভিষেকই চেয়েছিলেন তিনি যেন এই ছোট চরিত্রে না থাকেন।
একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে জন্মদিনের পার্টিতে ‘আতি কেয়া খান্ডালা’ গান গাইতে শোনা যায় অমিতাভ-জয়াকে। ফ্ল্যাশব্যাকের ওই ঘটনা ছিল ১৯৯১ সালের। অথচ আতি কেয়া খান্ডালা গানটি যে ছবিতে ব্যবহার করা হয়েছে, সেই ‘গুলাম’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।
কাভি খুশি কাভি গাম ছবিতে কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন মালবিকা রাজ। পেশায় মডেল সেই ছোট্ট মালবিকাকে এই বছর ‘স্কোয়াড’ ছবিতে দেখা গেছে।
ছবিতে হৃত্বিক রোশনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন কবিশ মজুমদার। বড় হয়ে ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে অভিনয় করেছেন কবিশ।
২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ফ্যামিলি ড্রামা ‘কাভি খুশি কাভি গাম’। আজ এ ছবির বয়স ২০ বছর পূর্ণ হলো। এত বছর পরও ‘কাভি খুশি কাভি গাম’ সমান জনপ্রিয়।
ছবির প্রযোজক যশ জোহর। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, কাজল ও কারিনা কাপুর খান। অতিথি চরিত্রে ছিলেন রানী মুখার্জি। ছবির ট্যাগ লাইন ছিল ‘ইটস অল অ্যাবাউট লাভিং পেরেন্টস’, বাবা-মাকে ভালোবাসা নিয়েই ছিল ছবির গল্প।
কাভি খুশি কাভি গাম ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে থাকছে ছবিটি নিয়ে জানা-অজানা কিছু তথ্য:
ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান। শাহরুখ খানের বড় ছেলের নামও আরিয়ান। যদিও এখনো বলিউডে অভিষেক ঘটেনি আরিয়ান খানের।
কাভি খুশি কাভি গাম ছবিতে প্রথমে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে ওয়াহিদা রহমানের অভিনয় করার কথা ছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার কারণে ওয়াহিদা কিছুদিন শুটিং করার পর ছবিটি ছেড়ে দেন। এরপর তাঁর জায়গায় নেওয়া হয় অচলা সাঁচদেবকে।
ছবিতে কারিনা কাপুরের কলেজের সহপাঠী রবির চরিত্রে অভিনয়ের জন্য জন আব্রাহামকে প্রস্তাব দেওয়া হয়েছিল। জন ওই প্রস্তাবে রাজি হননি। এরপর নেওয়া হয় বিকাশ শেঠিকে।
কাভি খুশি কাভি গাম ছবিতে একটি অতিথি চরিত্রে কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের দৃশ্যগুলো পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়। অভিষেকই চেয়েছিলেন তিনি যেন এই ছোট চরিত্রে না থাকেন।
একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে জন্মদিনের পার্টিতে ‘আতি কেয়া খান্ডালা’ গান গাইতে শোনা যায় অমিতাভ-জয়াকে। ফ্ল্যাশব্যাকের ওই ঘটনা ছিল ১৯৯১ সালের। অথচ আতি কেয়া খান্ডালা গানটি যে ছবিতে ব্যবহার করা হয়েছে, সেই ‘গুলাম’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।
কাভি খুশি কাভি গাম ছবিতে কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন মালবিকা রাজ। পেশায় মডেল সেই ছোট্ট মালবিকাকে এই বছর ‘স্কোয়াড’ ছবিতে দেখা গেছে।
ছবিতে হৃত্বিক রোশনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন কবিশ মজুমদার। বড় হয়ে ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে অভিনয় করেছেন কবিশ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৯ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৯ ঘণ্টা আগে