কোথায় পিছিয়ে গেছে বাংলাদেশ, বললেন শান্ত
পাল্লেকেলে টেস্টের পরাজয় এড়াতে কাল শেষ দিনে পুরো তিন সেশন ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। কঠিন, ভীষণ কঠিন এক কাজ। জিততে হলে প্রয়োজন ২৬০ রান, যেটা এখন পাহাড়সম। হাতে উইকেট রয়েছে ৫টি। নাজমুল হোসেন শান্ত মনে করেন, শেষ দিনে দুর্দান্ত কিছু করতে প্রথম সেশনটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।