Ajker Patrika

নাজমুলের পাঁচ ছক্কা মারা সেই বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাজমুলের পাঁচ ছক্কা মারা সেই বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ

হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুইয়ান বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানের ঝড়টা বেশিই গিয়েছিল রয় কাইয়ার ওপর দিয়ে। ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে নাজমুল যে ছয়টি ছক্কা মারেন, পাঁচটিই ছিল এই অফ স্পিনারের বলে। সেই কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি।

আইসিসি আজ জানিয়েছে, হারারে টেস্টে দায়িত্ব পালন করা ম্যাচ অফিশিয়ালদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ গঠন করা হয়েছে। ওই টেস্টে যদিও দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করে উইকেটের দেখা পাননি কাইয়া।

সাধারণত অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর আইসিসি স্বীকৃত কেন্দ্রে গিয়ে বোলিং পরীক্ষা দেওয়াই নিয়ম। তবে করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হচ্ছে না। এখন কাইয়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ যাচাই করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। ভিডিও যাচাইয়ের পর যদি বিশেষজ্ঞ প্যানেল কাইয়ার বোলিং অ্যাকশন অবৈধ বলে রায় দেয়, তবে সেটি চ্যালেঞ্জ করার সুযোগ আছে তাঁর সামনে।

তখন কাইয়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পুনরায় যাচাই করবে আইসিসির আরেকটি বিশেষজ্ঞ প্যানেল। সে প্যানেলও যদি একই রায় দেয়, আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন কাইয়া। তবে তিনি ব্যাটিং চালিয়ে যেতে পারবেন।

আইসিসির রায় আসার আগ পর্যন্ত অবশ্য বোলিং চালিয়ে নিতে সমস্যা নেই কাইয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত