অমর একুশে বইমেলা: শোকের আবহ
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি প্রত্যেক বাঙালির কাছে আবেগের, গর্বের। একুশের আগের দিনেই গতকাল মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় তার আভাস পাওয়া গেল। তরুণদের কেউ কেউ পরেছিলেন কালো পাঞ্জাবি, তরুণীরা কালো শাড়ি। কারও শাড়িতে আঁকা বর্ণমালা।