ঢাবি, প্রতিনিধি
আম্মু বলেছে তাই ফুল দিতে এসেছি, আম্মু নিয়ে আসছে, আমি টাকা জমিয়ে ফুল কিনেছি— কথাগুলো বলছিল ছোট্ট শিশু সায়মা। সায়মার সঙ্গে এসেছে ওর বোন সাইদা। সাইদাও একই কথা বলেছে, ‘বাবা আমাকে যে টেকা দিতেন সেগুলো নিয়ে চকলেট না খেয়ে ফুল কিনেছি। আম্মু অনেক আগে থেকে ফুল কিনতে বলছেন।’
মোহাম্মদ বিল্লাল হোসেন ও ফৈরদোসী হাসান দুই মেয়েকে নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১২টার দিকে আসেন। ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটের এই পরিবার।
ফৈরদৌসী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে থেকে ইচ্ছা ছিল শহীদ মিনারে আসব। গত পরশু আসলাম, এক আত্মীয়ের বাসায় থাকছি শহরে। সকাল ৬টায় বের হয়েছি, ফুল দিতে পেরেছি ১২টায়। তারপরও ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে এ দিনের আশায় আছি। দুই বাচ্চাকে আনতে পেরে খুব ভালো লাগছে— যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বিল্লাল হোসেন বলেন, ‘বাবুদের মা বছরের শুরু থেকে বলে আসছে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে। আমারও আজ ছুটির দিন তাই কষ্ট হলেও নিয়ে এসেছি। তাদের আনন্দ-ই আমার আনন্দ।’
আম্মু বলেছে তাই ফুল দিতে এসেছি, আম্মু নিয়ে আসছে, আমি টাকা জমিয়ে ফুল কিনেছি— কথাগুলো বলছিল ছোট্ট শিশু সায়মা। সায়মার সঙ্গে এসেছে ওর বোন সাইদা। সাইদাও একই কথা বলেছে, ‘বাবা আমাকে যে টেকা দিতেন সেগুলো নিয়ে চকলেট না খেয়ে ফুল কিনেছি। আম্মু অনেক আগে থেকে ফুল কিনতে বলছেন।’
মোহাম্মদ বিল্লাল হোসেন ও ফৈরদোসী হাসান দুই মেয়েকে নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১২টার দিকে আসেন। ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটের এই পরিবার।
ফৈরদৌসী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে থেকে ইচ্ছা ছিল শহীদ মিনারে আসব। গত পরশু আসলাম, এক আত্মীয়ের বাসায় থাকছি শহরে। সকাল ৬টায় বের হয়েছি, ফুল দিতে পেরেছি ১২টায়। তারপরও ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে এ দিনের আশায় আছি। দুই বাচ্চাকে আনতে পেরে খুব ভালো লাগছে— যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বিল্লাল হোসেন বলেন, ‘বাবুদের মা বছরের শুরু থেকে বলে আসছে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে। আমারও আজ ছুটির দিন তাই কষ্ট হলেও নিয়ে এসেছি। তাদের আনন্দ-ই আমার আনন্দ।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে