হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে একটি ১৪ সদস্যের প্রতিনিধি দল দেশে প্রবেশ করে। পরে দু-দেশের আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দেশের পক্ষে ফুল বিনিময় করে। এরপর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়।
ভারতের উজ্জীবন সোসাইটি, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
এ সময় দু-দেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বক্তারা। দুই বাংলার বাংলা ভাষা-ভাষীদের একত্রিত হওয়ায় এক মিলনমেলায় রূপ নেয় স্থানটি।
এ দিকে কাঁটাতারের বেড়ার বিভেদ পেরিয়ে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজনের আশা জনপ্রতিনিধিদের।
ভারতে উজ্জীবন সোসাইটির সভাপতি সুরুজ কুমার দাস আজকের পত্রিকাকে জানান, ‘এপার বাংলা-ওপার বাংলার মানুষের ভাষা এক, কৃষ্টি-কালচারও একই, শুধু তারকাটা বেড়াতে দুই বাংলাকে ভাগ করা হয়েছে। বেড়া বেড়ার জায়গায় থাক, প্রতিবছর মহান ভাষা দিবসে দুই বাংলার মানুষ এক হতে চাই। তাই বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থা করে দিলে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সব সীমানা পেরিয়ে বাংলা ভাষা স্থান করে নেবে নিজ গরিমায়।’
হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ভাষার টানে ভারত থেকে একদল অতিথি আমাদের দেশে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। তারা যৌথভাবে প্রতিবছর জিরো পয়েন্টে অনুষ্ঠান করতে আগ্রহী। কিন্তু সীমান্তে প্রশাসনিক অবস্থার কারণে অনুষ্ঠানগুলি করা সম্ভব হয় না। আমি চেষ্টা করব প্রতি বছর যেন সীমান্তে অনুষ্ঠান হয়।’
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে একটি ১৪ সদস্যের প্রতিনিধি দল দেশে প্রবেশ করে। পরে দু-দেশের আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দেশের পক্ষে ফুল বিনিময় করে। এরপর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়।
ভারতের উজ্জীবন সোসাইটি, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
এ সময় দু-দেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বক্তারা। দুই বাংলার বাংলা ভাষা-ভাষীদের একত্রিত হওয়ায় এক মিলনমেলায় রূপ নেয় স্থানটি।
এ দিকে কাঁটাতারের বেড়ার বিভেদ পেরিয়ে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজনের আশা জনপ্রতিনিধিদের।
ভারতে উজ্জীবন সোসাইটির সভাপতি সুরুজ কুমার দাস আজকের পত্রিকাকে জানান, ‘এপার বাংলা-ওপার বাংলার মানুষের ভাষা এক, কৃষ্টি-কালচারও একই, শুধু তারকাটা বেড়াতে দুই বাংলাকে ভাগ করা হয়েছে। বেড়া বেড়ার জায়গায় থাক, প্রতিবছর মহান ভাষা দিবসে দুই বাংলার মানুষ এক হতে চাই। তাই বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থা করে দিলে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সব সীমানা পেরিয়ে বাংলা ভাষা স্থান করে নেবে নিজ গরিমায়।’
হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ভাষার টানে ভারত থেকে একদল অতিথি আমাদের দেশে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। তারা যৌথভাবে প্রতিবছর জিরো পয়েন্টে অনুষ্ঠান করতে আগ্রহী। কিন্তু সীমান্তে প্রশাসনিক অবস্থার কারণে অনুষ্ঠানগুলি করা সম্ভব হয় না। আমি চেষ্টা করব প্রতি বছর যেন সীমান্তে অনুষ্ঠান হয়।’
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩৩ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে