নাগেরপাড়ায় গাড়ির গতিরোধ করে ছিনতাই
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে যাত্রীবাহী ৩টি অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের কাছ থেকে ফোন, স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। গতকাল বুধবার দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে গোসাইরহাট-নাগেরপাড়া সড়কের হলইপট্টি গ্রামের নির্জন স্থানে এ ঘটনা ঘটে।