মালিকের মৃত্যুর ১৮ বছর পর জমি বিক্রির দলিল!
বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন অশীতিপর মোমেনা বেগম। লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে চলেন। প্রয়াত স্বামী আব্দুল বারী গাজীর রেখে যাওয়া একখণ্ড জমিতে পাঁচ ছেলেমেয়ে, আত্মীয় মিলিয়ে ত্রিশের বেশি মানুষের বসবাস। কৃষিকাজ ও দিনমজুরি করে চলে তাঁদের সংসার। ভূমি জালিয়াতি চক্রের কারণে তাঁদের সেই জায়গাটুকু বেহাত হওয়ার অবস্থা।