লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের তিন দিন পর মংম্রাছিং মার্মা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আজ রোববার সকাল ৭টার দিকে নদীর বমু বিলছড়ি ব্রিজসংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হন মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াই প্রু মার্মার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং পানির স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে মংম্রাছিং মার্মার মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানার পুলিশে হস্তান্তর করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাস্থল চকরিয়া উপজেলায় হওয়ায় মরদেহ উদ্ধারের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের তিন দিন পর মংম্রাছিং মার্মা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আজ রোববার সকাল ৭টার দিকে নদীর বমু বিলছড়ি ব্রিজসংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হন মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াই প্রু মার্মার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং পানির স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে মংম্রাছিং মার্মার মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানার পুলিশে হস্তান্তর করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাস্থল চকরিয়া উপজেলায় হওয়ায় মরদেহ উদ্ধারের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
১১ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২৫ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
৩৪ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৪০ মিনিট আগে