লঞ্চে যাত্রী বেশি ওপরে, লাইফ বয়া বাঁধা নিচে
নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, মতলব, চাঁদপুরসহ পাঁচটি নৌপথে চলাচলরত ছোট লঞ্চ চালুর আগে নিরাপত্তা সরঞ্জাম নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। পর্যাপ্ত লাইফ বয়া এবং অগ্নিনিবাপণ যন্ত্র আছে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। ঈদের আগে নানান শর্তে রাজি হয়ে অতঃপর পুনরায় চলাচলের অনুমতি নিয়েছে এসব লঞ্চ।