সদরঘাটে উপচে পড়া ভিড়, বাড়ি ফিরতে ছুটছে যাত্রীরা
অধিকাংশ লঞ্চে যাত্রীদের চাপে তিল পরিমাণ ঠাঁই নেই। পাটাতন, কেবিনের সামনের খালি জায়গা, এমনকি লঞ্চের ছাদেও চাদর পেতেছেন অনেক যাত্রী। তবু আরও যাত্রী উঠতে মরিয়া লঞ্চগুলোতে। যাত্রাপথ যতই কঠিন হোক, তারা ঈদের সময়টুকু আনন্দে কাটাতে চান প্রিয়জনদের সঙ্গে