পশ্চিমবঙ্গে 'সেমি লকডাউন'
করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় পশ্চিমবঙ্গে জারি করা হলো 'সেমি লকডাউন'। সবরকমের সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শপিংমল, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, সেলুন, বিউটিপার্লার, জিম প্রভৃতি। বাজারহাট সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া