Ajker Patrika

ঈদের ছুটিতে কর্মস্থল ছাড়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে কর্মস্থল ছাড়া যাবে না

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত  বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ বুধবার মধ্যরাত থেকে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে।

দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। দোকানপাট-শপিংমলে স্বাস্থ্যবিধি না মানা হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

আন্তঃজেলা পরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে জানিয়ে প্রজ্ঞপনে বলা হয়েছে, ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলতে পারবে।

মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ্য ব্যবস্থা নেওয়া হবে।

জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা এলাকায় বাধ্যতামূলক মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজার রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার জন্য তথ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভাকে মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১৪ মে ঈদ হবে ধরে নিয়ে ১৩, ১৪ ও ১৫ মে ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে। রোজা ২৯টি হলে ঈদ হবে ১৩ মে, সেক্ষেত্রে ১২ মে ঈদের ছুটি থাকবে।

ঈদের যাতে কেউ কর্মস্থল না ছাড়েন সেজন্য ঈদের নির্ধারিত ছুটির বাইরে কাউকে বেশি ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল এবং পরে তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

পরে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে।  পরে তার মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল এবং পরে ৫ মে পর্যন্ত করা হয়।

গতবছর রোজার ঈদের আগে এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত রাখা হয়। অতি জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। পরে ঈদের কয়েক দিন আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত