রেললাইনের অসংখ্য স্থানে স্লিপারে ক্লিপ নেই, দুর্ঘটনার শঙ্কা
একটি দুটি নয়, রেললাইনের স্লিপারে শতাধিক স্থান ক্লিপ নেই। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রেন। সরেজমিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সোহাগী স্টেশনের দিকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই দেখা মেলে এমন দৃশ্য। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক স্থানে স্লিপারে ক্লিপ না থাকায় আসা-যাওয়া কর