Ajker Patrika

জামালপুরে রেলের স্লিপার খোলার সময় যুবক আটক

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬: ৩৯
জামালপুরে রেলের স্লিপার খোলার সময় যুবক আটক

জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় নাশকতার উদ্দেশ্যে রেললাইনের ক্লিপ খুলে স্লিপার তোলার সময় সাকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন টহলরত আনসার সদস্যরা।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর বিষয়টি তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টারসহ পুলিশকে জানানো হয়। আটক শাকিল মিয়ার বাড়ি সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকায়।

জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জামালপুর-ময়মনসিংহ রেলপথে দুপুর সাড়ে ১২টার দিকে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে রেললাইনের ক্লিপ খুলে স্লিপার তোলা অবস্থায় সাকিল মিয়াকে হাতেনাতে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক ব্যক্তিকে জামালপুর রেলওয়ে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মিজানুর রহমান আরও বলেন, ট্রেনে আগুন এবং রেললাইন উপড়ে ফেলার নাশকতা ঠেকাতে জামালপুরের ১১০ কিলোমিটার রেলওয়ের লাইন সুরক্ষায় ৪৩৬ জন আনসার নিয়োজিত আছে। তারা প্রতি ১ কিলোমিটার ৩ জন করে রাত-দিন দায়িত্ব পালন করছেন। আটক ব্যক্তিকে জামালপুর রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা আইনে মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত