শুধু মায়ের সম্মানে
মায়ের মৃত্যু বেশ ভাবায় জিয়ারুলকে। তিনি ঠিক করেন, মানুষের উপকারে লাগে তেমন কিছু কাজ করবেন, যাতে তাঁর মায়ের আত্মা শান্তি পায়। রিকশা চালনা ছাড়া তো কিছু করেন না তিনি। তাই সিদ্ধান্ত নেন, প্রতি শুক্রবার উত্তরা এলাকায় তিনি রিকশা চালাবেন; কিন্তু যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া নেবেন না।