নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোরতম লকডাউনের চতুর্থ দিন সোমবার ঢাকার সড়কগুলোয় প্রাইভেট কার ও রিকশা বেশি চলছে। পণ্যবাহী যানবাহন এদিন খুব একটা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সঙ্গে কিছু মোটরসাইকেল চলাচল করছে। সকালে অফিস শুরুর সময়ের পর থেকে সড়কে মানুষও খুব বেশি নেই।
ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সব সড়কেই জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রাইভেট কার চলছে। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। অন্য দিনের মতো বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসিয়ে কেউ বিনা প্রয়োজনে বের হয়েছেন কি না, তা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
সোমবার বনানী ও তেজগাঁও চেকপোস্টে অপেক্ষা করে দেখা যায়, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলো আলাদা লাইনে পার হয়ে যাচ্ছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন গাড়িগুলোকে আলাদা লাইনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাঁরা বিনা প্রয়োজনে বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
তেজগাঁও চেকপোস্টে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সোমবার পণ্যবাহী গাড়ি খুব কম চলছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ঈদের ছুটির পর অনেক মানুষ এখনো ঢাকায় ফেরেনি। ফলে বিভিন্ন পণ্যের চাহিদাও কম। তাই সড়কে পণ্যবাহী গাড়ি খুব একটা নেই।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবার প্রাইভেট কারই বেশি চলছে। এর সঙ্গে প্রতিটি সড়কেই রিকশা রয়েছে। মোটরসাইকেলগুলোকে থামিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের চলাচল করতে দিচ্ছি।’
গাবতলী হয়ে ঢাকামুখী সব যানবাহন গাবতলী ব্রিজের চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাবতলী দিয়ে যাঁরা ঢাকা ছাড়ছেন চেকপোস্ট বসিয়ে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার পুলিশের চেকপোস্টগুলোয় গাড়ির জট দেখা গেলেও সোমবার কোনো চেকপোস্টে গাড়ির জট চোখে পড়েনি। এদিন ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়েনি।
কঠোরতম লকডাউনের চতুর্থ দিন সোমবার ঢাকার সড়কগুলোয় প্রাইভেট কার ও রিকশা বেশি চলছে। পণ্যবাহী যানবাহন এদিন খুব একটা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সঙ্গে কিছু মোটরসাইকেল চলাচল করছে। সকালে অফিস শুরুর সময়ের পর থেকে সড়কে মানুষও খুব বেশি নেই।
ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সব সড়কেই জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রাইভেট কার চলছে। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। অন্য দিনের মতো বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসিয়ে কেউ বিনা প্রয়োজনে বের হয়েছেন কি না, তা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
সোমবার বনানী ও তেজগাঁও চেকপোস্টে অপেক্ষা করে দেখা যায়, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলো আলাদা লাইনে পার হয়ে যাচ্ছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন গাড়িগুলোকে আলাদা লাইনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাঁরা বিনা প্রয়োজনে বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
তেজগাঁও চেকপোস্টে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সোমবার পণ্যবাহী গাড়ি খুব কম চলছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ঈদের ছুটির পর অনেক মানুষ এখনো ঢাকায় ফেরেনি। ফলে বিভিন্ন পণ্যের চাহিদাও কম। তাই সড়কে পণ্যবাহী গাড়ি খুব একটা নেই।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবার প্রাইভেট কারই বেশি চলছে। এর সঙ্গে প্রতিটি সড়কেই রিকশা রয়েছে। মোটরসাইকেলগুলোকে থামিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের চলাচল করতে দিচ্ছি।’
গাবতলী হয়ে ঢাকামুখী সব যানবাহন গাবতলী ব্রিজের চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাবতলী দিয়ে যাঁরা ঢাকা ছাড়ছেন চেকপোস্ট বসিয়ে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার পুলিশের চেকপোস্টগুলোয় গাড়ির জট দেখা গেলেও সোমবার কোনো চেকপোস্টে গাড়ির জট চোখে পড়েনি। এদিন ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়েনি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৭ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৭ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৭ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৭ ঘণ্টা আগে