দীর্ঘদিনেও পাকা হয়নি ঝুটেশ্বরী রাস্তাটি, দুর্ভোগে এলাকাবাসী
বাগেরহাটের মোল্লাহাট ঝুটেশ্বরী-খালের সঙ্গের সড়কটির বেহাল দশা। দীর্ঘদিনেও সড়কের কোনো উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা মাটিতে একাকার হয়ে যায় রাস্তাটি। ফলে ভোগান্তিতে রয়েছেন, ওই এলাকার অন্তত ২ হাজার মানুষ।