প্রতিনিধি, মনিরামপুর
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙা ইউনিয়নের খাল বাটবিলা গ্রামের সঙ্গে কেশবপুরের গড়ভাঙা গ্রামকে যুক্ত করেছে একটি রাস্তা। দুই উপজেলার মানুষের যোগাযোগের সংক্ষিপ্ত পথ এটি। আড়াই কিলোমিটার রাস্তাটি সংস্কার হয়নি গত ২০ বছরে। শুকনো মৌসুমে কোনোরকম চলাচল করা গেলেও বিপত্তি ঘটে বর্ষাকাল। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটু পানি জমে।রাস্তার দুই ধারের ঘেরের পাড় উঁচু হওয়ায় পানি সরতে না পেরে সৃষ্ট হয় এই জলাবদ্ধতা। রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় বিকল্প হিসেবে ঘেরের পাড় বেছে নিয়েছেন পথচারীরা।
জানা গেছে, বহু বছর ধরে ব্যক্তি মালিকানা জমির ওপর দিয়ে হেঁটে যাতায়াত করতেন খাল বাটবিলা ও গড়ভাঙাসহ আশপাশের গ্রামের মানুষ। একপর্যায়ে চলাচলের পথটি ১৯৯০ সালে রাস্তা হিসেবে রেকর্ড হয়। এরপর ২০০০ সালের দিকে ইটের সলিং বিছিয়ে রাস্তা তৈরি হয় । পরে রাস্তার দুই পাশে তৈরি হয় বড় বড় মাছের ঘের। মাছ রক্ষা করতে গিয়ে ঘেরের পাড় উঁচু করায় এখন রাস্তাটি খালে পরিণত হয়েছে। রাস্তাটির এক কিলোমিটার মনিরামপুরের মধ্যে। বাকিটা কেশবপুর উপজেলার।
খাল বাটবিলা গ্রামের বাসিন্দা বিরেন্দ্রনাথ ঢালি বলেন, প্রথমদিকে বিলের সমান ছিল রাস্তাটি। ১৮-২০ বছর আগে রাস্তা উঁচু না করে সলিং বিছানো হয়। পরের বছর বৃষ্টিতে রাস্তা তলিয়ে ইট ভেসে গেছে।
তিনি বলেন, হরিনার খাল দিয়ে বিলের পানি বের হয়ে কেশবপুরের শ্রী নদীতে পড়ত। এখন নদীতে নাব্যতা না থাকায় খাল দিয়ে পানি সরছে না। বিলের পানি আটকা থাকছে। তাই ঘের মালিকরা মাছ রক্ষায় উঁচু করে পাড় বেধেছেন।
আরেক বাসিন্দা রমেশ ঢালি বলেন, রাস্তার দুই পাশের ঘের ভেসে যায় বলে পাড় উঁচু করেছে ঘের মালিকেরা। বৃষ্টির পানি নিচে যাচ্ছে না। রাস্তায় আটকে থাকে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান মিন্টু বলেন, রাস্তা রক্ষার জন্য ঘের মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। পেপার পত্রিকায় লেখালিখি করাইছি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি।
দূর্বাডাঙা ইউপি চেয়ারম্যান গাজী মাজহারুল বলেন, ২০ বছর আগে রাস্তাটি সলিং করা হয়েছে। তারপর আর কাজ হয়নি। কিছুদিন আগে মাপামাপি হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।
যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙা ইউনিয়নের খাল বাটবিলা গ্রামের সঙ্গে কেশবপুরের গড়ভাঙা গ্রামকে যুক্ত করেছে একটি রাস্তা। দুই উপজেলার মানুষের যোগাযোগের সংক্ষিপ্ত পথ এটি। আড়াই কিলোমিটার রাস্তাটি সংস্কার হয়নি গত ২০ বছরে। শুকনো মৌসুমে কোনোরকম চলাচল করা গেলেও বিপত্তি ঘটে বর্ষাকাল। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটু পানি জমে।রাস্তার দুই ধারের ঘেরের পাড় উঁচু হওয়ায় পানি সরতে না পেরে সৃষ্ট হয় এই জলাবদ্ধতা। রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় বিকল্প হিসেবে ঘেরের পাড় বেছে নিয়েছেন পথচারীরা।
জানা গেছে, বহু বছর ধরে ব্যক্তি মালিকানা জমির ওপর দিয়ে হেঁটে যাতায়াত করতেন খাল বাটবিলা ও গড়ভাঙাসহ আশপাশের গ্রামের মানুষ। একপর্যায়ে চলাচলের পথটি ১৯৯০ সালে রাস্তা হিসেবে রেকর্ড হয়। এরপর ২০০০ সালের দিকে ইটের সলিং বিছিয়ে রাস্তা তৈরি হয় । পরে রাস্তার দুই পাশে তৈরি হয় বড় বড় মাছের ঘের। মাছ রক্ষা করতে গিয়ে ঘেরের পাড় উঁচু করায় এখন রাস্তাটি খালে পরিণত হয়েছে। রাস্তাটির এক কিলোমিটার মনিরামপুরের মধ্যে। বাকিটা কেশবপুর উপজেলার।
খাল বাটবিলা গ্রামের বাসিন্দা বিরেন্দ্রনাথ ঢালি বলেন, প্রথমদিকে বিলের সমান ছিল রাস্তাটি। ১৮-২০ বছর আগে রাস্তা উঁচু না করে সলিং বিছানো হয়। পরের বছর বৃষ্টিতে রাস্তা তলিয়ে ইট ভেসে গেছে।
তিনি বলেন, হরিনার খাল দিয়ে বিলের পানি বের হয়ে কেশবপুরের শ্রী নদীতে পড়ত। এখন নদীতে নাব্যতা না থাকায় খাল দিয়ে পানি সরছে না। বিলের পানি আটকা থাকছে। তাই ঘের মালিকরা মাছ রক্ষায় উঁচু করে পাড় বেধেছেন।
আরেক বাসিন্দা রমেশ ঢালি বলেন, রাস্তার দুই পাশের ঘের ভেসে যায় বলে পাড় উঁচু করেছে ঘের মালিকেরা। বৃষ্টির পানি নিচে যাচ্ছে না। রাস্তায় আটকে থাকে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান মিন্টু বলেন, রাস্তা রক্ষার জন্য ঘের মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। পেপার পত্রিকায় লেখালিখি করাইছি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি।
দূর্বাডাঙা ইউপি চেয়ারম্যান গাজী মাজহারুল বলেন, ২০ বছর আগে রাস্তাটি সলিং করা হয়েছে। তারপর আর কাজ হয়নি। কিছুদিন আগে মাপামাপি হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।
লালমনিরহাটে অপহরণের এক দিন পর সেপটিক ট্যাংকের নিচের মাটি খুঁড়ে শাকিল নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুকে হত্যার পর ওই এলাকার অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
১ ঘণ্টা আগেএকাত্তরের পরে পাশের দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে ফেলার গভীর নীলনকশা জিয়াউর রহমান নস্যাৎ করে দেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে
১ ঘণ্টা আগেআমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে।
১ ঘণ্টা আগে