জমি বাড়ি সড়ক গিলছে নদী
জৈন্তাপুর উপজেলার নয়াগাং ও সবুড়ী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে রাস্তা, ঘরবাড়ি ও জমি। বাউরভাগ মল্লিফৌদ, কাটাখাল ও লামনীগ্রামের গ্রামীণ রাস্তা, শতাধিক বাড় ও কয়েক হাজার একর ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। কাটাখাল রাস্তার দেড় কিলোমিটার নদীতে বিলীন হয়েছে।