আমাকে নিয়ে যা খুশি লিখতে পারেন, সাংবাদিকদের ডমিঙ্গো
জেমি সিডন্সকে ব্যাটিং কোচ করে নিয়ে আসার পর অনেকেই বলেছিলেন, এর মধ্যে দিয়ে রাসেল ডমিঙ্গোর ক্ষমতার সুতাটা আরও কেটে দিয়েছে বিসিবি। কেননা, দলের সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই যে সিডন্সেরই প্রাক্তন ছাত্র। তাঁর হাত ধরেই তো আবির্ভাব তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। এমন কাউকে নতুন করে কোচিং প্যানেলে যুক্ত করা