Ajker Patrika

কফি নয়, মাশরাফিকে ডমিঙ্গোর ‘হাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কফি নয়, মাশরাফিকে ডমিঙ্গোর ‘হাই’

কোচ রাসেল ডমিঙ্গোর অধীনেই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। দুই বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে অধিনায়কত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি মাশরাফিকে।

সে সময় দেশের সফলতম অধিনায়ককে এক কাপ কফির দাওয়াত দেবেন বলেছিলেন ডমিঙ্গো। দুই বছর পেরিয়ে গেলেও সেই দাওয়াত পাননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মাশরাফি। সে প্রসঙ্গে চট্টগ্রামে ডমিঙ্গোকে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। তবে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মাশরাফিকে ‘হাই’ জানিয়ে গেলেন তিনি। 

মাশরাফিকে খানিকটা এড়িয়ে যাওয়ার ভঙিতে ডমিঙ্গোর জবাব, ‘এই মুহূর্তে স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে আমি খুব একটা আগ্রহী না। যেমনটা আমি বললাম বাইরের কথা বার্তা, মানুষজন যা বলে সেসব আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ না। আমার দলে, পরিবারে কিংবা আমার কাজের ক্ষেত্রেও।’ 

তবে সংবাদ সম্মেলন শেষে মাশরাফি প্রসঙ্গে প্রশ্ন করা সাংবাদিকের দিকে তাকিয়ে প্রোটিয়া কোচ বলেছেন, ‘মাশরাফিকে আমার পক্ষ থেকে হাই জানিও।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। এরপরই মাশরাফি অধ্যায়ের সমাপ্তি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরের বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফি। তবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তবে পরবর্তী বিশ্বকাপে নির্বাচক ও কোচের ভাবনায় না থাকায় আর ডাক পাননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত