লিলিবেট থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ
রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন, সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকাদের মধ্যে যিনি সারা বিশ্বে দ্বিতীয়, আর যুক্তরাজ্যে শীর্ষে। সাত দশক রানির ভূমিকায় থাকা এলিজাবেথ আর কিছুদিন বেঁচে থাকলেই সিংহাসনে অবস্থানকাল বিচারে সবাইকে ছাড়িয়ে যেতেন। এই এত দীর্ঘ সময় যিনি সিংহাসনে থাকলেন, তাঁর কিন্তু এত দূর আসার কথাই ছি