Ajker Patrika

ব্রিটিশ গণমাধ্যমে রানিকে নিয়ে যত আয়োজন

অনলাইন ডেস্ক
Thumbnail image

বর্ণাঢ্য এক জীবনের অবসান ঘটিয়ে ৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। এর মাধ্যমে কার্যত শেষ হলো ব্রিটিশ সিংহাসনে রানি অধ্যায়ের। তিনি দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে ব্রিটিশ সাম্রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া। ব্রিটিশ গণমাধ্যমগুলো নানা আয়োজনে রানির খবর প্রকাশ করছে। 

ব্রিটেনের প্রায় সব গণমাধ্যম রানির খবর প্রকাশ করার জন্য আলাদাভাবে গুরুত্ব দিয়েছে। অনলাইনের হোম পেজের অর্ধেকটা জুড়ে রয়েছে রানির খবর। অনলাইন গণমাধ্যমগুলো ‘লাইভ’ সেকশনের মাধ্যমে রানির মৃত্যুপরবর্তী খবরগুলো প্রকাশ করছে। 

বিবিসি অনলাইনের মাস্ট হেডের নিচে বড় করে রানির ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রানির মৃত্যুর পর কোথায় কী আয়োজন চলছে, তা সরাসরি প্রকাশ করছে। রানির শেষকৃত্যানুষ্ঠান কখন, কোথায় হবে, কীভাবে তাঁকে শ্রদ্ধা জানানো হবে এসব খবরের পাশাপাশি এলিজাবেথের রানি হয়ে ওঠা, বাকিংহাম প্যালেস ও স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলের সামনে শোকাহত জনতার ভিড়, ছবিতে রানির প্রতি শ্রদ্ধা, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক, বিশ্বনেতাদের শোকবার্তা ইত্যাদি স্থান পেয়েছে। 

আরেক প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ানও তাদের অনলাইন মাধ্যমে মাস্ট হেডের নিচে রানির লাইভ খবর প্রকাশ করছে। সেখানে রাজপ্রাসাদে আগামী সাত দিন শোক পালনের ঘোষণা, প্রিন্স হ্যারির প্রতিক্রিয়া, আজ সারা দিন লন্ডনজুড়ে কোথায় কী ঘটবে, নতুন রাজা তৃতীয় চার্লস কখন ভাষণ দেবেন, রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়ায় কী ঘটতে যাচ্ছে, বিশ্ব গণমাধ্যমে রানির মৃত্যুর খবর, যেভাবে প্রকাশ্যে এল রানির মৃত্যুর খবর, রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা, এলিজাবেথ ও ফিলিপের ভালোবাসার গল্প, ব্রিটিশ রাজপরিবারের গল্প, হ্যারি ও মেগানের সন্তানদের নতুন উপাধি, ক্যামিলা হবেন ক্রাউন কুইন ইত্যাদি শিরোনামে খবর প্রকাশ করেছে। 

 দ্য টেলিগ্রাফ অনলাইনের মাস্ট হেডের নিচেও লাইভ খবর প্রকাশ করা হচ্ছে। পুরো জাতি শোকে মুহ্যমান, বেলমোর থেকে লন্ডনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রাজা চার্লস, প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন চার্লস, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নতুন রাজা, হাইড পার্কে গান ফায়ার, রাজা তৃতীয় চার্লসের রাজত্ব কীভাবে রানির থেকে আলাদা হবে, কীভাবে উত্তরাধিকারী পরিবর্তন হয়েছিল, কীভাবে রানির শেষ শয্যার পাশে তাঁর নাতিরা পৌঁছেছিলেন ইত্যাদি শিরোনামে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। 

 ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও বিশেষ গুরুত্ব দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের খবর প্রকাশ করছে। রয়টার্স অনলাইনের প্রধান খবর থেকে শুরু করে হোম পেজের সিংহ ভাগজুড়ে রয়েছে রানির খবর। রানির মৃত্যু: একটি যুগের অবসান, রাজা তৃতীয় চার্লস: এক বিরোধপূর্ণ নতুন রাজা, রানির মৃত্যুতে সারা পৃথিবীর শ্রদ্ধা, যে প্রক্রিয়ার মাধ্যমে রাজা হলেন চার্লস, রানি ছিলেন ব্রিটেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর শোক বার্তা, রানি এলিজাবেথের রাজত্ব: স্বর্ণযুগ, নাকি বিগত যুগের শেষ ধ্বংসাবশেষ ইত্যাদি শিরোনামে খবর, নিবন্ধ ও বিশ্লেষণ প্রকাশ করেছে রয়টার্স। 

বিশ্বের সবচেয়ে বয়স্ক ও দীর্ঘ সময় কোনো দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেছিলেন তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর। সেটা ছিল ১৯৫২ সাল। ষষ্ঠ জর্জ মারা যান ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি। এরপর মাত্র ২৫ বছর বয়সে ওই বছরেরই জুনে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত