যে গাছের ডাল কাটা মানা
একটি বটগাছ, ঠিক তার বয়স কত তা কারওই জানা নেই। গাছের নিচে রয়েছে একজন ইসলাম ধর্ম প্রচারকের কবর। সেই কবরকে ঘিরে আশপাশের কয়েক এলাকার মানুষ করে বিভিন্ন আশা পূরণের মানত। আশা পূরণ হোক, আর না হোক মানত অনুযায়ী বাধ্যতামূলক শিরনি (খাবার) বিতরণ করা হয় সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার।