ফানুসে উজ্জ্বল পাহাড়
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পালিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা। গত বুধবার সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার প্রদীপ দানসহ নানান দানানুষ্ঠান আয়োজন করা হয়। পুণ্যার্থীরা গ্রহণ করে পঞ্চশীল। সন্ধ্যায় বুদ্ধের কেশ ধাতুর প্রতি পূজা ও সম্মান প্রদর্শনে ফানুস উ