Ajker Patrika

হাজার ঘনফুট কাঠ জব্দ, আটক ৩

রাজস্থলী ও কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
হাজার ঘনফুট কাঠ জব্দ, আটক ৩

রাঙামাটির রাজস্থলী উপজেলায় গত বুধবার রাতে প্রায় ৫০০ ঘনফুট অবৈধভাবে সংগ্রহ করা কাঠ জব্দ করেছে কাপ্তাই জোন অটল ৫৬ ইস্ট বেঙ্গল রাজস্থলী-বাঙ্গালহালিয়া সাব-জোন। এর আগে একই দিন সকালে জেলার কাপ্তাই উপজেলায় পাচার করার সময় ৪৪০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে কাপ্তাই বন বিভাগ।

রাজস্থলী প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলাধীন নাড়াছড়া এলাকায় অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচার উদ্দেশ্যে মিনিট্রাক ভর্তি করছিল। গোপন সংবাদ ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২ দিকে ইস্ট বেঙ্গল রাজস্থলী-বাঙ্গালহালিয়া সাব-জোনের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজ আল ফয়সালের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঠ আটক করতে সক্ষম হন সেনাবাহিনীর দল। এ ঘটনায় ৩টি মিনি ট্রাকসহ ৩ চালককে আটক করা হয়েছে। বন বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা মো. মনিরুলজ্জামান জানান, আটক কাঠ আনুমানিক ৫০০ ঘনফুট। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ থেকে ৮ লাখ টাকা। জব্দ কাঠগুলো বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, ৩ দিনের ব্যবধানের ফের কাপ্তাইয়ে অবৈধভাবে পাচার করার সময় ৪৪০ দশমিক ৬২ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে কাপ্তাই বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা ওয়াগ্গা টি লিমিটেডের পাশে উজানছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা তানজিলুর রহমান এর নেতৃত্ব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত