Ajker Patrika

টানা বৃষ্টিতে আমন চাষিদের ক্ষতি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ২৪
টানা বৃষ্টিতে আমন চাষিদের ক্ষতি

রাঙামাটির রাজস্থলীতে ৩ দিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন আমন ও মৌসুমি ফসল চাষিরা। উপজেলার ৬০ শতাংশ আমন ধান জমিতে পাকা, কাটা পড়ে আছে। এ ছাড়া মাড়াইয়ে জন্য খোলাতে স্তূপ করে রাখা রয়েছে কাটা ধান।

উপজেলা কৃষি বিভাগে সূত্রে জানা গেছে, প্রায় ৯১৩ হেক্টর আবাদ ভূমিতে প্রতি বছর আমন ধানের চাষ হয়ে থাকে। ইতিমধ্যে উপজেলার ৪০ শতাংশ আমন ধান মাড়াই ঘরে তুলতে পরেছেন চাষিরা। বাকি ৬০ শতাংশ আমন ধান জমিতে পাকা, কাটার ও মাড়াইয়ের অপেক্ষায় খোলাতে স্তূপ করে রাখা অবস্থা রয়েছে।

পশ্চিম তাইতং পাড়া কৃষক মংক্যসিং মারমা বলেন, ‘চলতি বছরে ২টি স্থানে আমনের চাষ আবাদ হয়েছে। ১টি জায়গা কাটার মাড়াইয়ে জন্য খোলাতে স্তূপ করছি। অন্যটি কাটা শেষে জমিতে রয়েছে। টানা বৃষ্টির কারণে সব কাজে সমস্যা হচ্ছে। এখন কি করতে হবে কিছুই বুঝতে পারছে না।’

গাইন্দ্যা ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মংঞো মারমা বলেন, ‘এ ধরনে আবহাওয়া মোকাবিলার জন্য উপজেলা কৃষি অফিস কিছুটা দায়বদ্ধ রয়েছে। কৃষকদের অগ্রিম সংবাদ জানানোর ব্যবস্থা করলে অনেকটা ক্ষতি থেকে মুক্তি পেতে পারত।’

স্থানীয় চাষিরা মনে করেন, টানা বৃষ্টিতে শুধু আমন চাষিরা প্রায় দেড় কোটি টাকার ক্ষতি শিকার হয়েছেন। মৌসুমি ফসল চাষি পাইচিংউ মারমা বলেন, টানা বৃষ্টির বেগুন, মরিচ, শিমসহ বিভিন্ন বীজ ও চারা নষ্ট হয়ে যাচ্ছে। আবার নতুন করে লাগাতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব আলম রনি বলেন, ‘অসময়ে বৃষ্টি হলে বিভিন্ন চাষিদের একটু বেশি ক্ষতি শিকার হয়। আমাদের কৃষি বিভাগ থেকে সাধ্য মোতাবেক তাদের সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত