Ajker Patrika

রাজস্থলীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ০৯
রাজস্থলীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলার হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুল রহিম (৩৫) নামের এক শ্রমিকের গলায় ফাঁস লাগা মরদেহ উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে উদ্ধারের সময় মরদেহের পা মাটিতে লাগা অবস্থায় পাওয়া গেছে। পুলিশের কাছ থেকে সংবাদমাধ্যমে দেওয়া ছবিতেও এই অবস্থা দেখা গেছে। এতে এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃত আবদুল রহিম রাঙামাটি সদরের দেওয়ানপাড়ার ১০৪ নম্বর দেওয়ান বিলের আবদুল করিমের ছেলে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান, আত্মহত্যার খবর শুনে সকালে ঘটনা স্থলে গিয়ে বিদ্যালয়ের দোতলার বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি ৪ থেকে ৫ মাস পূর্বে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ করে আসছিলেন। প্রাথমিক ধারণায় তিনি গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছে নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরি মো. সিরাজ জানান, পরিবার কলহ জের ধরে গলা ফাঁস দিয়েছেন রহিম। তাঁর স্ত্রী পরকীয়ায় পড়ে ঘর ছেড়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় খাবার শেষে মোবাইল কল আসার পর তিনি বাইরে চলে যান, পরে আর ফেরত আসেনি। ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থা পাওয়া যায়।

ওসি মফজল আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানে হয়েছে। পরিবার পক্ষ থেকে ঘটনাস্থলে কেউ আসেননি। এ কারণে কারও বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজস্থলী থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি দেখব বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত