রাবিতে সংঘর্ষ: পুড়েছে জুতা সেলাইয়ের বাক্স, ধারদেনা করে কাজে ফিরলেন প্রদীপ
‘খরিদ্দাররা জুতা-স্যান্ডেল দিয়া যায়। ওগলা ছিল বাক্সতে। বেরাশ, বাটাল, হাতুড়ি, ফর্মা, সুচ, কালি, কালির কৌটা, ক্রিমও ছিল। দেখতিই তো পাছেন, সব পুড়াইয়া শেষ। স্যান্ডেল-ম্যান্ডেল দিয়্যা না হোলি ৩০ হাজার টাকার ক্ষতি। এই ক্ষতি আমি পূরণ করি কীভাবে?’