কলকারখানার বর্জ্যে ‘ধুঁকছে’ শ্রীপুর
বিভিন্ন কলকারখানার পলিথিন, প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য ফেলা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে লবলং খালসহ বিভিন্ন খালে। এসব বর্জ্যে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় তা সরাসরি চলে যাচ্ছে ফসলি জমিতে। এতে শ্রীপুর পৌরসভা ও উপজেলার মাওনা ইউনিয়নের শত শত একর জমি পতিত হয়ে পড়ে আছে।