রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ
মাথায় লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি-গোঁফ, ঠোঁটে সিগারেট, রক্তমাখা রণবীর। রক্তমাখা হাতেই দিচ্ছেন সিগারেটে আগুন। সঙ্গে রয়েছে রক্তমাখা কুড়াল। রণবীর কাপুরের বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুকে এমন রূপে দেখা যায় তাঁকে।